দুদকের গণশুনানি : ২৬ সরকারি দপ্তরের ১১৩ অভিযোগ

ঝিনাইদহের বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার, সেবাপ্রত্যাশী জনসাধারণের অভিযোগ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহে অনুষ্ঠিত গণশুনানিতে বিআরটিএ, সাব-রেজিস্ট্রি অফিস, নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ, পাসপোর্ট, হাসপাতাল, ভূমি অফিস, বিএডিসি, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তর, সমাজসেবা অফিস ও সেটেলমেন্ট অফিসসহ ঝিনাইদহের ২৬টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ১১৩টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ২২টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থী জনসাধারণ সরাসরি উপস্থাপন করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পাসপোর্ট অফিসের দুটি অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতিকে প্রতিহত করতে সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আমাদেরকে দুর্নীতিকে না বলতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করতে হবে।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি পরিষেবা যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে। এছাড়া সরকারি কর্মচারীদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ঝিনাইদহের জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় গণশুনানিতে আরও বক্তব্য রাখেন, দুদক মহাপরিচালক (তদন্ত-২) মো. জাকির হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, খুলনা বিভাগের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ ও ঝিনাইদহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. এন. এম. শাহজালাল প্রমুখ।
গণশুনানিতে ঝিনাইদহের বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার, সেবাপ্রত্যাশী জনসাধারণ দৃঢ়তার সঙ্গে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ উত্থাপন করেন। তাদের অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা শুনেছেন এবং কিছু অভিযোগের সমস্যা সমাধান করার জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দিয়েছেন এবং অন্যান্য অভিযোগের বিষয়ে পরে কমিশন যাচাই-বাছাই সাপেক্ষে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আরএম/জেডএস