আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩২৩ চরমপন্থি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ মে ২০২৩, ০৬:২৩ পিএম


আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩২৩ চরমপন্থি

প্রতীকী ছবি

চরমপন্থিদের অপরাধ জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব। আগামী ২১ মে সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর তত্ত্বাবধানে আত্মসমর্পণে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩২৩ চরমপন্থি।

দুই শতাধিক অস্ত্রসহ আত্মসমর্পণে আগ্রহীদের মধ্যে রয়েছেন উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলএম লাল পতাকা বাহিনীর ২৯৪ জন, জনযুদ্ধ এর ৮ জন এবং সর্বহারার ২১ জন।

র‌্যাব জানিয়েছে, এক সময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লুটতরাজ, জিম্মি, অপহরণ ও খুন ছিল নিত্যদিনের ঘটনা। কথিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল, জনযুদ্ধ, সর্বহারাসহ ১৪টির বেশি চরমপন্থি গোষ্ঠীর কারণে রক্তাক্ত জনপদে পরিণত করেছিল এসব এলাকা।

প্রতিষ্ঠার পর থেকেই অপরাধ দমনে র‌্যাব শুধু অভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। এর আগে যেসব জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে ফিরে আসতে চেয়েছে, তাদের আত্মসমর্পণ ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র‌্যাব। তারই অংশ হিসেবে এবার চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। আত্মসমর্পণ করতে যাওয়া চরমপন্থি সদস্যদের অপরাধ জীবন থেকে ফিরিয়ে এনে পুনর্বাসনের মাধ্যমে সমাজে স্বাভাবিক পেশায় স্থানান্তর করা হবে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে চরমপন্থিদের অপরাধ জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে র‌্যাব কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় আগামী ২১ মে র‌্যাব-১২ এর তত্ত্বাবধানে মোট ৩২৩ জন চরমপন্থির সদস্য প্রায় দুইশ অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছে।

এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে আত্মসমর্পণ অনুষ্ঠানের। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালেয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অপরাধ দমনে র‌্যাবের কর্ম পরিকল্পনা বহুমাত্রিক। র‌্যাব শুধু অপরাধ দমনে অভিযানেই সীমাবদ্ধ থাকেনি। র‌্যাব গবেষণা ও প্রশিক্ষণের আলোকে সৃষ্টিশীল ও সময়োপযোগী নানাবিধ উদ্যোগ গ্রহণ করে পুনর্বাসনের মাধ্যমে অপরাধীদের স্বাভাবিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যার প্রতিফলন ঘটেছে বিভিন্ন মানবিক ও সৃষ্টিশীল প্রকল্পের মাধ্যমে।

এ পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, কুষ্টিয়া, পাবনা, মেহেরপুর, রাজবাড়ী জেলাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বহারা ও চরমপন্থিদের পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া, আইনগত সহযোগিতাসহ প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে সমাজে স্বাভাবিক পেশায় পুনর্বাসিত করা হবে।

জেইউ/জেডএস

Link copied