দারুস সালামে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক দুই কারবারি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ মে ২০২৩, ০১:০৩ পিএম


দারুস সালামে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক দুই কারবারি

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো.মেহেদী হাসান ও মো. আল আমিন।

শনিবার(২০ মে) রাত ১০টায় দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান জানান, কতিপয় মাদক কারবারি দারুস সালাম থানার গাবতলী নন্দারবাগ এলাকার একটি দোকানের সামনে ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে ট্রাকসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান ও আল আমিনকে ট্রাকসহ গ্রেপ্তার করা হয়। 

ট্রাক তল্লাশি করে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত হওয়ায় ট্রাকটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এমজে

Link copied