সালাম মুর্শেদীর সম্পত্তি দখল, রাজউকের ২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সালাম মুর্শেদীর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে গণপূর্ত মন্ত্রণালয়ের পরিত্যক্ত সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ অনুসন্ধানে রাজউকের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২১ মে) দুদকের প্রধান কার্যালয়ে পৃথক পৃথক সময়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপ-পরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম। জিজ্ঞাসাবাদে উভয়ই নিজ নিজ দায়িত্ব অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন বলে দুদকের একটি সূত্রে জানা গেছে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে- রাজউকের পরিদর্শক (এস্টেট) শাহ মো. সদরুল আলম ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও রাজউকের সাবেক উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) অমিত কুমার দেবনাথ।
যদিও আজ রাজউকের সহকারী টাউন প্ল্যানার মাহফুজুল কাদের, ডেপুটি টাউন প্ল্যানার কাজী গোলাম হাফিজ ও টাউন প্ল্যানার জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও তারা হাজির হননি। আগামীকাল সোমবার রাজউকের আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।
অভিযোগের বিষয়ে বলা হয়েছে, রাজউক চেয়ারম্যানসহ অন্যান্যদের সহায়তায় আব্দুস সালাম মুর্শেদী রাজধানীর গুলশান- ২ এর ১০৪ নম্বর রোডের ২৭/বি নম্বর বাড়িটি দখল করেন। বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মুর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) চেয়ারম্যানের কাছে ২০১৫ ও ১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেওয়া হয়নি।
এমন অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ২০২২ সালের ১১ আগস্ট দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের আবেদন আমলে না নেওয়ায় একই বছরের ৩০ অক্টোবর হাইকোর্টে রিট হয়। রিটের শুনানি শেষে ১০ দিনের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক ও আব্দুস সালাম মুর্শেদীকে রুলের জবাব দিতে বলা হয়। এর পরপরই কমিশন অভিযোগটি আমলে নিয়ে দুই সদস্যের একটি টিম গঠন করে দুদক।
আরএম/এমএ