সেই মোফাজ্জলের বিরুদ্ধে তদন্ত কমিটি করল ডিপিএইচই

ঢাকা পোস্টের প্রতিবেদনের পর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সেই মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আলাদা আলাদা করে দুইটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগের এ সংস্থাটি। গত ১৫ মে তদন্ত কমিটি গঠনের অফিস আদেশ জারি করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
ঢাকা পোস্টের প্রতিবেদনের পর একটি এবং পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমে আরও প্রতিবেদন হওয়ার পর দুইটি তদন্ত কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন।
অফিস আদেশে সংস্থাটি উল্লেখ করেছে, ২৭ মার্চ, ২০২৩ অনলাইন পত্রিকা ‘ঢাকা পোস্ট’-এ, ‘মোফাজ্জল সিন্ডিকেটে অসহায় ডিপিএইচই কর্মকর্তারা!’ শিরোনামে প্রকাশিত সংবাদ, ৩০ মার্চ ২০২৩ সৈয়দ ইকরামুল হক, প্রধান সহকারী, অত্র কার্যালয়, ঢাকা কর্তৃক অনলাইন পত্রিকা ‘ঢাকা পোস্ট’-এ প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের বিচার দাবির আবেদন এবং বর্ণিত সংবাদেও বিষয়ে অবহিতকরণ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন, ০৮ এপ্রিল, ২০২৩ জাতীয় সাপ্তাহিক পত্রিকা ‘অগ্রযাত্রা’-তে ‘এ যেন আরেক সাহেদ’, ০৮ মে, ২০২৩ ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকায় ‘মোফাজ্জল সিন্ডিকেটের কব্জায় ডিপিএইচই-নিয়োগপত্রে স্মারক নম্বর দিতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি।’
শিরোনামে প্রকাশিত সংবাদ এবং মো. রেজাউল করিম, সাংবাদিক কর্তৃক সৈয়দ ইকরামুল হক, প্রধান সহকারী, অত্র কার্যালয়, ঢাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সনদ বোর্ড কর্তৃক যাচাই সংক্রান্ত অত্র কার্যালয়ে প্রেরিত পত্র বিধি-বিধানের আলোকে উল্লিখিত বিষয়গুলো তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য নিম্নরূপ কমিটি গঠন করা হলো। গঠন করা তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে মতামতসহ প্রতিবেদন অত্র কার্যালয়ে দাখিল করবেন।
এ প্রসঙ্গে তদন্ত কমিটির আহ্বায়ক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, তদন্ত কমিটি হওয়ার পরে আমরা একটা মিটিং করেছি। আমরা বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছি, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি। প্রতিবেদন প্রস্তুত হলে আমরা যথাসময়ে প্রধান প্রকৌশলীর কাছে তা জমা দেবো।
এসআর/এফকে