পল্টনে মোদিবিরোধী মিছিলে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া

মোদিবিরোধী মিছিলে পুলিশের হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে পল্টনে আবারও মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১০-১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মতিঝিল থেকেও ১৫-২০ জনকে গ্রেফতার করে পুলিশ।
রমনা থানার ডিসি সাজ্জাদুর রহমান বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। মিছিল নিয়ে এসে আমাদের ওপর আক্রমণ করলে তাদের কয়েকজনকে আমরা আটক করি। বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রস্তুত আছি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শুরু হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি মতিঝিলে যাওয়ার পর পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাপলা চত্বরে গেলে পুলিশ বাধা দেয়। তখন ছাত্র অধিকারের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ডাব, ইট ছুড়তে থাকে। পুলিশও টিয়ারশেল ছোড়ে। এতে পুলিশের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এছাড়া সংঘর্ষে ছাত্র ও যুব অধিকার পরিষদের ১৫-২০ জন আহত হন।
এইচআর/ওএফ