চট্টগ্রামে দিনভর থেমে থেমে বৃষ্টি

চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে নগরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া মানুষজন।
বুধবার (২৪ মে) বৃষ্টির ফলে নগরীর বাকলিয়া, ডিসি রোড, চকবাজার ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, জলাবদ্ধতা নিরসনে প্রকল্প চলমান থাকায় নগরের বিভিন্ন নালা বন্ধ রয়েছে। এতে করে অল্প বৃষ্টি হলে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
বেসরকারি চাকরিজীবী মিনহাজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে পরিমাণে কম। মার্কেটিংয়ে কাজ করি এজন্য বিভিন্ন এলাকায় যেতে হয়। এমনিতে বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে গেছি। তার উপর বিভিন্ন এলাকায় পানির ওঠার কারণে চলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, দুপুর ৩টা থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রামে এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এমআর/এমজে