রাণী বিলাসমণি কেন্দ্রে হাতাহাতি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চলাকালীন রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা এগারোটার দিকে পুরুষ বুথের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের এজেন্টদের ভোট দিতে আসা একজনকে মেরে গালিগালাজ করে বের করে দিতে দেখা যায়।
এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়া হয়। পরে ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তবে এ ঘটনাকে নিছক ভুল-বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। জেলা ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে সাখাওয়াত হোসেন নামের একজন বলেন, তার ভোটার স্লিপে সমস্যা ছিল। আমরা তাকে ঠিক করে আনতে বলেছি। তাছাড়া এজেন্টরাও যখন নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলে, তখন তিনি উত্তেজিত হয়ে যান। পরে ওনাকে চলে যেতে বলা হয়েছে।
আরএইচটি