রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় নিরাপত্তা প্রহরী নিহত

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় শহীদুল ইসলাম (৬০) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১টায় খিলক্ষেত থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ইমরান ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা আমাদের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে চলে আসেন। আমরা অনেক খোঁজাখুঁজি করে শুনলাম, বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতেন। আমরা মোবাইলের মাধ্যমে খবর পাই, বাবা এক্সিডেন্ট করেছে। দ্রুত ঢাকা মেডিকেলে ছুটে এসে দেখতে পাই, বাবা মারা গেছে।
বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ৫ নম্বর রোডের ১২৪ নম্বর বাসায় থাকতেন। নিহতের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রায়পুর গ্রামে। তিনি স্থানীয় মাইনুদ্দিনের সন্তান। তিনি ছয় ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফরান আলী জানান, বুধবার রাতে খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মারাত্মক আহত হলে তাকে আমরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
এফআর