গৃহিণী থেকে নগরমাতা, কে এই জায়েদা খাতুন?

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। সবার মনে একটাই জিজ্ঞাসা- কে এই জায়েদা খাতুন? অনেকেই তার সম্পর্কে বিস্তারিতও জানতে চান।
জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। একইসঙ্গে তিনি গাজীপুর সিটির নির্বাচিত প্রথম নারী মেয়র ও দেশের দ্বিতীয় নারী মেয়র।
জানা যায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়ে গাজীপুর সিটির তৃতীয় মেয়র নির্বাচিত হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা।
জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করেছেন এ প্রার্থী। গৃহিণী থেকে একটি নগরীর দায়িত্ব নিতে যাওয়া জায়েদা হারিয়েছেন ক্ষমতাসীন নৌকা প্রতীকের প্রার্থীকেও। নির্বাচন তো দূরের কথা কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি তিনি। এমনকি রাজনীতি বা সামাজিক কোন ক্ষেত্রে তার নাম শোনা যায়নি।
জায়েদা খাতুনের ছেলে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন এ নগরীর দ্বিতীয় মেয়র। ২০১৮ সালে তিনি বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠায় তিনি মেয়াদ শেষ করতে পারেননি।
স্থানীয়রা বলছেন, এলাকায় জনদরদি হিসেবে পরিচিত জায়েদা। শিক্ষার্থীসহ গরিব-দুঃখী মানুষকে বরাবরই আর্থিক সহায়তা করেন। একইসঙ্গে বিভিন্ন পারিবারিক ও সামাজিক আচার-অনুষ্ঠানেও সহায়তা করেন তিনি।
হলফনামা সূত্রে জানা যায়, জায়েদা খাতুন গৃহিণী ও স্বশিক্ষিত। তার জন্ম গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায় ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি। জাহাঙ্গীর আলমসহ তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
তার স্বামী মো. মিজানুর রহমান পাঁচ বছর আগে মারা গেছেন। তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য নেই।
মহানগরের উন্নয়ন ও নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে ৯ দফা ইশতেহার ঘোষণা করেছিলেন জায়েদা খাতুন।নির্বাচিত হলে পাঁচ বছরের জন্য হোল্ডিং ট্যাক্স মওকুফের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সাবেক মেয়র জাহাঙ্গীরের অসমাপ্ত কাজ শেষ করারও অঙ্গীকার করেন। এছাড়াও সেখানে নানা উন্নয়ন কার্যক্রমের কথাও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন <<->> নির্বাচনী ইশতেহারে যা জানালেন জায়েদা খাতুন
সংশ্লিষ্টরা দাবি করছেন, ছেলে জাহাঙ্গীর আলমের জন্যই পরিচিতি অর্জন এবং নির্বাচন-রাজনীতিতে উজ্জ্বল হয়ে উঠেছেন জায়েদা খাতুন। এমনকি জাহাঙ্গীরের জনপ্রিয়তাকেই ভিত্তি করে চমক দেখিয়েছেন মা জায়েদা খাতুন। এছাড়া তার নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারীও ছিলেন জাহাঙ্গীর আলম।
এদিকে নির্বাচনের দিন কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। সেসময়ও তিনি বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী, হানড্রেড পারসেন্ট।
প্রসঙ্গত, দেশের প্রথম নারী সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। এরপর দেশের দ্বিতীয় নারী মেয়র হলেন জায়েদা খাতুন। আর গাজীপুরবাসি পেল তাদের প্রথম নগরমাতা।
প্রথম নারী মেয়র পেয়ে গাজীপুরবাসীর উল্লাস
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয়েছে গাজীপুর সিটির নির্বাচন। আর প্রথম নারী মেয়র পেয়ে উল্লাসে মেতে ওঠে নগরবাসী।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ফল ঘোষণার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে ও বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করছেন জায়েদার কর্মী সমর্থকদের। এসময় তাদের ঘড়ি ঘড়ি স্লোগানে উল্লাসে মেতে ওঠতে দেখা যায়।
মায়ের বিজয়ে যা বলছেন জাহাঙ্গীর
নতুন মেয়র ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদার ছেলে ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের নির্বাচনে নৌকার জয় হয়েছে, ব্যক্তির পরাজয় হয়েছে।
জাহাঙ্গীর বলেন, ‘মা বলেছে, সবাইকে নিয়ে সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। প্রধানমন্ত্রী আমাদের গার্ডিয়ান। দেশের উন্নয়নে তাকে সহযোগিতা করতে চাই।’
তিনি বলেন, ‘এই জয়ের জন্য আল্লাহ্র পর আমি সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মায়ের কর্মী হিসেবে তার কাজে সহযোগিতা করব, আমি আমার মেয়র থাকাকালীন অভিজ্ঞতা দিয়ে গাজীপুরের জন্য কাজ করব। মায়ের সঙ্গে থেকে গাজীপুরকে পরিকল্পিত নগরী করে দেব। কোন সন্ত্রাসীর কাছে মাথা নত করবো না।’
৪৮০ কেন্দ্রের প্রাপ্ত ফল
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়েদা খাতুন ঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। আর আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। অন্য কোন প্রার্থী এই দুইজনের ভোটের কাছাকাছি ছিলেন না।
মাছ প্রতীকের আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট, লাঙ্গল মার্কার এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট, হাতপাখার গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, গোলাপ ফুল প্রতীকের মো. রাজু আহমেদ পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট, ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশিদ ২ হাজার ৪২৬ ও হাতি প্রতীক নিয়ে সরকার শাহনূর ইসলাম পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।
এমজে
টাইমলাইন
-
২৬ মে ২০২৩, ০৯:৩৯
গৃহিণী থেকে নগরমাতা, কে এই জায়েদা খাতুন?
-
২৬ মে ২০২৩, ০২:০৮
গাজীপুরে নৌকার জয়, ব্যক্তির পরাজয়
-
২৬ মে ২০২৩, ০২:০৬
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হয়েছে ইসি: রিটার্নিং কর্মকর্তা
-
২৬ মে ২০২৩, ০১:৫৪
প্রথম নারী মেয়র পেয়ে গাজীপুরবাসীর উল্লাস
-
২৬ মে ২০২৩, ০১:৩১
গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন
-
২৬ মে ২০২৩, ০০:৫৬
৪৪০ কেন্দ্রে ১৭১২৪ ভোটে এগিয়ে জাহাঙ্গীরের মা
-
২৬ মে ২০২৩, ০০:২৮
৩৫০ কেন্দ্রে ১৭ হাজার ভোটে এগিয়ে জায়েদা খাতুন
-
২৬ মে ২০২৩, ০০:০৮
৩০০ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে জাহাঙ্গীরের মা
-
২৫ মে ২০২৩, ২৩:৩৬
২২০ কেন্দ্রের ফলাফলে ১৮ হাজার ভোটে এগিয়ে জাহাঙ্গীরের মা
-
২৫ মে ২০২৩, ২২:১৯
কেন্দ্র ১৪০ : আজমত ৬৫০২৩, জায়েদা ৬৯০৭৮
-
২৫ মে ২০২৩, ১৯:৩২
ফল ঘোষণায় বিলম্ব, ক্ষুব্ধ জাহাঙ্গীর
-
২৫ মে ২০২৩, ১৮:২১
গাজীপুরে ৫০ শতাংশের মতো ভোট পড়েছে : ইসি আলমগীর
-
২৫ মে ২০২৩, ১৮:১২
কেন্দ্র ৭৩ : আজমত ৩৫৮৮৬, জায়েদা ৩৬৪৫৯
-
২৫ মে ২০২৩, ১৭:২৭
কেন্দ্র ৮ : আজমত ৩৯৪৩, জায়েদা ৬৫০৪
-
২৫ মে ২০২৩, ১৬:৫৫
রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এগিয়ে জায়েদা
-
২৫ মে ২০২৩, ১৬:০৭
গাজীপুরে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
-
২৫ মে ২০২৩, ১৫:৪৪
ভোটকেন্দ্রে দেখা মিলছে না জায়েদা খাতুনের সমর্থক-এজেন্টদের
-
২৫ মে ২০২৩, ১৫:৪০
কেন্দ্র থেকে বহিরাগত বের করলেন ম্যাজিস্ট্রেট
-
২৫ মে ২০২৩, ১৪:২২
ইভিএমে ধীরগতি, লম্বা লাইনে দুর্ভোগে ভোটাররা
-
২৫ মে ২০২৩, ১৪:০১
দুপুরেও কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন
-
২৫ মে ২০২৩, ১২:৩২
স্ত্রীর সহায়তায় ভোট দিলেন দৃষ্টি প্রতিবন্ধী আনিসুর
-
২৫ মে ২০২৩, ১২:০৮
ইসির নির্দেশে গাজীপুরে ২ জন আটক
-
২৫ মে ২০২৩, ১২:০৭
কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ : বিভ্রান্তিতে ভোটাররা
-
২৫ মে ২০২৩, ১১:৪২
গাজীপুরে শৃঙ্খলার সঙ্গে ভোট হচ্ছে : ইসি আলমগীর
-
২৫ মে ২০২৩, ১১:৩০
পা অচল, হাতে ভর দিয়ে ভোটকেন্দ্রে চিত্তরঞ্জন
-
২৫ মে ২০২৩, ১০:৪৫
ইভিএমে ফিঙ্গারপ্রিন্ট বিড়ম্বনায় আজমতের ভাই
-
২৫ মে ২০২৩, ১০:২৮
আগারগাঁও থেকে সিসি ক্যামেরায় ইসির নজর গাজীপুরে
-
২৫ মে ২০২৩, ১০:১৯
ভোট দিলেন জায়েদা খাতুন
-
২৫ মে ২০২৩, ১০:১৭
‘অনেক সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি’
-
২৫ মে ২০২৩, ১০:০১
ফয়সালা আসমান থেকে হয় : আজমত উল্লা
-
২৫ মে ২০২৩, ০৯:২৬
ভোটের দিন বাইক চালানোয় চাবি নিলেন ম্যাজিস্ট্রেট
-
২৫ মে ২০২৩, ০৯:০৮
৯৫ বছরের আফসার ইভিএমে ভোট দিয়ে বললেন, ‘ভালো’
-
২৫ মে ২০২৩, ০৯:০২
ভোটকেন্দ্রে মানুষের ঢল, পুরুষের চেয়ে নারী ভোটার বেশি
-
২৫ মে ২০২৩, ০৮:০১
গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
-
২৫ মে ২০২৩, ০৭:৪৮
আজমতের ভোট কেন্দ্রে ফজর নামাজের পর থেকেই ভোটারদের লাইন
-
২৫ মে ২০২৩, ০২:৪১
মধ্যরাতে ভোটকেন্দ্রের পাশে বুথ তৈরিতে ব্যস্ত প্রার্থীর সমর্থকরা
-
২৫ মে ২০২৩, ০১:০৩
গাজীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ভোটের আমেজ, সুনশান বিএনপি অফিস
-
২৪ মে ২০২৩, ১৯:২৯
মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন