কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেবে ডিএনসিসি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ মে ২০২৩, ০৪:৩৫ পিএম


কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেবে ডিএনসিসি

অফিস ব্যবস্থাপনা শেখাতে কর্মকর্তা-কর্মচারীদের সিটি কর্পোরেশন অফিস ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

শুক্রবার (২৬ মে) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান।

সচিব মোহাম্মদ মামুন উল হাসান জানিয়েছেন, সিটি কর্পোরেশনের ১১ থেকে ১৬ গ্রেডের চাকরিজীবীদের জন্য সিটি কর্পোরেশন অফিস ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এজন্য ৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে মনোনয়ন করা হয়েছে। দুই শিফটে ১৮ জন করে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

জানা গেছে, আগামী ২৭ থেকে ২৯ মে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটতে (এনআইএলজি) তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। 

এএসএস/কেএ

Link copied