চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৬ মে ২০২৩, ০৯:১৮ পিএম


চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় সাত বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৬ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। জাকির হোসেন চান্দগাঁও থানার ইউসুফ সওদাগরের বাড়ির মোহাম্মদ শফির ছেলে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, গত ২০ মে অভিযুক্ত জাকির ভুক্তভোগী শিশুকে ৫০ টাকা মূল্যের নোট দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি বাসায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

এমআর/কেএ

Link copied