মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে যারা প্রথম প্রতিরোধ করেছিলেন তাদের স্মরণ রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা অপারেশন সার্চলাইট পরিচালনা করে। তাদের প্রথম সাঁজোয়া বহরটি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে ফার্মগেট এলাকায় ব্যারিকেডের মুখে পড়ে। তৎকালীন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে ছাত্র-শ্রমিক- আওয়ামী লীগ নেতারা এই ব্যারিকেড তৈরি করেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) কালরাত্রিতে মুক্তিযুদ্ধের প্রথম ব্যারিকেড উদযাপন কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, রাজারবাগ পুলিশ লাইনসহ ২৫ মার্চ কালরাতে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যারা প্রতিরোধ করেছেন তাদের সব সময় স্মরণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশে পরিণত করেছি।
তিনি বলেন, সেদিন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মৃত্যুকে পরোয়া না করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যৎসামান্য অস্ত্র নিয়ে প্রতিরোধ করেছিলাম। লাখ লাখ বাঙালির রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমরা বীরের জাতি, কারো কাছে মাথা নত করি না। তাই আমাদের এই মহান স্বাধীনতার বীরত্বের কথা প্রজন্মের পর প্রজন্মে তুলে ধরতে হবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়ের আতিকুল ইসলামসহ অনেকে।
এমএসি/এইচকে