নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী 

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

৩১ মে ২০২৩, ১০:২৮ এএম


নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী 

নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিওয়াজু বোলা আহমেদ তিনুবুর অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সোমবার আবুজার ঈগল স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। 

নাইজেরিয়ার রাষ্ট্রপতির সপ্তম গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতার এ আয়োজনে বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

এনআই/এনএফ

Link copied