ঢাকা জেলা আ.লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করবেন শেখ হাসিনা

দীর্ঘ দিন অপেক্ষার পর নিজস্ব কার্যালয় পেতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আগামী শনিবার (৩ জুন) বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩১ মে) দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ দলীয় কার্যালয় উদ্বোধনের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, আগামী ৩ জুন আমাদের দলীয় কার্যালয় উদ্বোধন করা হবে। আমাদের সভানেত্রী, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিস উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানসহ ঢাকা জেলার ৫ সংসদ সদস্য থাকবেন। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের মিটিং হয়েছে।
এদিকে আজ দুুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এমএসআই/এমএ