কমছে দাবদাহ, কাল-পরশু দেখা মিলবে বৃষ্টির

লাগাতার দাবদাহ আর উত্তপ্ত আবহাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাপন অনেকটা কঠিন হয়ে পড়েছে। আজও (২৬ মার্চ) উত্তপ্ত গরম সহ্য করতে হচ্ছে দেশবাসীকে। তবে আগামীকাল ও পরশু (২৭ ও ২৮ মার্চ) থেকে দেখা মিলতে পারে স্বস্তির বৃষ্টির। সঙ্গে কালবৈশাখীর শঙ্কাও রয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সাধারণত চৈত্র মাসে সারাদেশের আবহাওয়া উত্তপ্ত থাকে। একাধিক স্থানে দাবদাহ বয়ে যায়। এবারও তাই হচ্ছে। আগের চেয়ে অনেক এলাকাতেই দাবদাহের তীব্রতা কমেছে। বৃষ্টি শুরু হলে এটি কমে যাবে।’
তিনি আরও বলেন, বৃষ্টির পরে আবার কিছু কিছু এলাকায় তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মাত্রাও দীর্ঘস্থায়ী হবে না। তবে বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিতে এ ঝড় বয়ে যেতে পারে।
‘এ মাসের শেষের দিকে অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে’—
বলেন এ আবহাওয়াবিদ।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসহ রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি, চাঁদপুর ও ফেনী অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় এ দাবদাহ ধীরে ধীরে কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬০ শতাংশ।
একে/এমএআর