রায়েরবাজারে কবরস্থানের লেকের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২৩, ০৮:৫৪ পিএম


রায়েরবাজারে কবরস্থানের লেকের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রাজধানীর রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক শিশুদের নাম-পরিচয় জানা জায়নি।

শনিবার (৩ জুন) বিকেল ৫টার দিকে স্থানীয়রা ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ বিকেলে দুই শিশু রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বিকেল ৫টায় স্থানীয়রা উদ্ধার করে দুই শিশুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত শিশুদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এমএসি/এসএএ/জেডএস

Link copied