ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগ : উত্তরায় ৫২ শতক জমি উদ্ধার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন ২০২৩, ০৫:০৯ পিএম


ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগ : উত্তরায় ৫২ শতক জমি উদ্ধার

রাজধানীর উত্তরার বাউনিয়ায় ৫২ শতক খাস জমি উদ্ধার করে নিয়ন্ত্রণে নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির বর্তমান আনুমানিক বাজার মূল্য আট কোটি ৪০ লাখ টাকা। জমিটি এতদিন বিভিন্ন ব্যক্তির দখলে ছিল। সেখানে জমির তফসিল উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। 

বুধবার (৭ জুন) ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে খাস জমিটি জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে নেন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাখী ছেপ। 

মোহাম্মদ মমিনুর রহমান জানান, প্রতি সপ্তাহে জেলা প্রশাসন, ঢাকা বিভিন্ন চক্রের অবৈধ দখলে থাকা ৩-৪ টি খাস, পরিত্যাক্ত, অর্পিত ভূমি উদ্ধার করছে। জেলা প্রশাসন একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সব অবৈধ দখলে থাকা সরকারের জমি উদ্ধারে কাজ করছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকার সব জলাশয়, ঝিল, বিল ও পুকুর রক্ষায় জেলা প্রশাসনের কাজ অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, এতো বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি উদ্ধারে জনবল সংকট থাকা সত্ত্বেও জেলা প্রশাসন গত ছয় মাসে কয়েক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে।

এনআর/এসএম

Link copied