মোহাম্মদপুর থেকে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন ২০২৩, ০৭:১৭ পিএম


মোহাম্মদপুর থেকে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুর থেকে ৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হোসেন, মো. আবু কালাম ও মো. আজাদ।

শুক্রবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর মোহাম্মদপুর থানার লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ মো. হোসেন, আবু কালাম ও আজাদকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/এমজে

Link copied