সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত স্বাস্থ্য মহাপরিচালক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম সুস্থ হয়ে উঠছেন। কোয়ারেন্টাইন শেষেই তিনি কর্মস্থলে ফিরবেন। এছাড়া অধিদপ্তরের করোনা আক্রান্ত অন্য কর্মকর্তা-কর্মচারীরাও ধীরে ধীরে করোনা থেকে সেরে উঠছেন।
শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অধ্যাপক ডা. খুরশীদ আলম আগের তুলনায় ভালো আছেন। ইনশাআল্লাহ দ্রুতই তিনি করোনা থেকে রিকভারি হয়ে যাবেন। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করেই তিনি কর্মস্থলে ফিরবেন। করোনায় আক্রান্ত অন্যরাও সুস্থতার পথে রয়েছেন।’
পরে ডিজির আর করোনা পরীক্ষা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘করানো হয়নি। পরীক্ষা করানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। কোয়ারেন্টাইন ১৪ দিন পার হলেই হচ্ছে। আর যদি স্যার পরীক্ষা করাতে চান করবেন। তবে ওনার তো সিরিয়াস কোনো জটিলতা নেই, যদি সিরিয়াস হতো তাহলে টেস্ট করানোর প্রয়োজন হতো না।’
গত শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ পাঁচ থেকে সাতজন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা যায়।
আক্রান্তের বিষয় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ঢাকা পোস্টকে বলেন, প্রথমে অধিদফতরের অফিসের ছয়জন কর্মচারী করোনায় আক্রান্ত হন। যারা সবসময় আমার আশেপাশে থাকতেন।
এদিকে গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ স্বাস্থ্য অধিদফতরের অন্তত ২০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
টিআই/জেডএস