‘ঢাকা-মস্কোর মধ্যে অমীমাংসিত কোনো রাজনৈতিক ইস্যু নেই’

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বড় ধরণের কোনো অমীমাংসিত রাজনৈতিক ইস্যু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি।
রোববার (১১ জুন) রাশিয়ার জাতীয় দিবস নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন রাশিয়ার রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এবং রাশিয়া জোট নিরপেক্ষতা সমর্থন করে। উভয়পক্ষ সন্ত্রাসবাদ, চরমপন্থা, সাইবার অপরাধ, বিদেশিদের হস্তক্ষেপ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ছাড় দেয় না।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার সমর্থনের প্রসঙ্গ টেনে মান্তিতস্কি বলেন, আমাদের দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক। ১৯৭১ সালের পর থেকে দুই দেশ ঘনিষ্ট সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। কৃষি মন্ত্রী মুক্তিযুদ্ধে বাংলাদেশকে রাশিয়ার সমর্থন থেকে শুরু করে বর্তমান সময়ে দুই দেশের চলমান কর্মযজ্ঞ বা সহযোগিতার কথা তুলে ধরেন।
আব্দুর রাজ্জাক বলেন, ৭১ সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক শুরু হয়। সে সময় থেকেই রাশিয়া-বাংলাদেশের বন্ধুত্বের শুরু। বর্তমানে রাশিয়ার সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, কৃষিসহ নানা খাতে সম্পর্ক বাড়ছে বাংলাদেশের।
স্মার্ট বাংলাদেশ গড়তে রাশিয়ার সহযোগিতা সহ ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থানের বিষয়টিও নিজ বক্তব্যে তুলে ধরেন কৃষি মন্ত্রী।
এনআই/এসএমডব্লিউ