নিয়ম ভেঙে সাধারণ যাত্রীর সঙ্গে হজযাত্রী বহন করেছে সৌদি এয়ারলাইন্স

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ম ভেঙে বাণিজ্যিক ফ্লাইটে হজযাত্রী বহন করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া)। হজযাত্রীদের জন্য ডেডিকেটেড (শুধুমাত্র হজযাত্রী থাকবে) ফ্লাইট পরিচালনার নির্দেশনা ছিল ধর্ম মন্ত্রণালয়ের। তবে সাধারণ যাত্রীদের সঙ্গে হজযাত্রী বহন করেছে তারা।
হজযাত্রীদের দুর্ভোগ কমাতে ডেডিকেটেড হজ ফ্লাইটে পরিবহন বাবদ জনপ্রতি ১ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করে সরকার। একইসঙ্গে হজযাত্রীদের নির্বিঘ্নে চেক ইন ও ইমিগ্রেশনের আয়োজন করা হয়েছে আশকোনা হজ ক্যাম্পে।
আরও পড়ুন >> ৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে পালিয়েছে এজেন্সি
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত ১৩ জুন এসভি-৮০৫ ফ্লাইটে সাধারণ যাত্রীর সঙ্গে হজযাত্রীদের রিয়াদে নিয়ে যাওয়া হয়। এরপর রিয়াদ থেকে তাদের ডমেস্টিক ফ্লাইটে জেদ্দা পৌঁছে দেওয়া হয়। বাণিজ্যিক ওই ফ্লাইটে প্রায় ৭০ জন হজযাত্রী ছিলেন।
এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এয়ারলাইন্সটির বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) ইউনাইটেড লিংক লিমিটেডের একজন কর্মকর্তা ঢাকা পোস্টের কাছে দাবি করেন, ধর্ম মন্ত্রণালয়কে জানিয়েই কমার্শিয়াল ফ্লাইটে হজযাত্রী নেওয়া হয়েছে। সৌদি এয়ারলাইন্সের ডেডিকেটেড হজ ফ্লাইটের কিছু ক্যাপাসিটি লস হয়েছে, সেটা অ্যাডজাস্ট করতেই কমার্শিয়াল ফ্লাইটে হজযাত্রী নেওয়া হচ্ছে।
তবে আশকোনায় হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বাণিজ্যিক ফ্লাইটে হজযাত্রী বহনের বিষয়টি আমাদের জানায়নি সৌদি এয়ারলাইন্স।
উল্লেখ্য, ভিসা জটিলতার কারণে অনেক হজফ্লাইট বাতিল হয়েছে এবছর। হজফ্লাইটের ক্যাপাসিটি লস সামলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সকে অতিরিক্ত ফ্লাইটের আবেদন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। এরইমধ্যে সৌদি আরবে আবেদন করে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর অনুমতি চেয়েছে বিমান।
এআর/জেডএস