হাতিরঝিলের দূষিত পানির দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ জুন ২০২৩, ০১:৪৬ এএম


গত কয়েকদিন ধরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পেছনের দিকে হাতিরঝিল অংশে প্রচুর পরিমাণে মরা মাছ ভেসে উঠে পুরো এলাকাজুড়ে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল। ভেসে ওঠা পচা মাছে ছেয়ে গিয়েছিল হাতিরঝিলের এই অংশের পানি। তবে বর্তমানে এসব মাছ তুলে ঝিলের পানি পরিষ্কার করা হলেও, এখনও রয়ে গেছে পানির দুর্গন্ধ। এতে দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী।

বুধবার (১৪ জুন) হাতিরঝিলের এই অংশে ঘুরে দেখা গেছে, ঝিলের পানিতে ভেসে ওঠা হাজার হাজার মাছগুলো তুলে ফেলা হলেও, এখনও পানিতে তীব্র দুর্গন্ধ রয়েছে। 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত গত শনিবার (১০ জুন) থেকে হাতিরঝিলের এই অংশে হঠাৎ করে হাজার হাজার তেলাপিয়া মাছ মরে ভেসে উঠতে শুরু করে। চারপাশের ঝিলের ধারে শত শত মাছে ছেয়ে যায়। দুই একদিনের মধ্যে এর সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে মাছগুলো পচে এলাকার চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচ্ছন্নতা কর্মীরা এসে ঝিল থেকে পচা মাছগুলো তুলে পরিচ্ছন্ন করেন। পাশাপাশি পচে যাওয়া মাছগুলো তুলে মাটি চাপা দিয়ে যায়। এরপরও কিছু কিছু পচা ভেসে উঠছিল ঝিলের পানিতে। সেগুলোও পরবর্তী সময়ে পরিচ্ছন্ন করেন রাজউকের কর্মীরা। এখন সেখানে ভেসে ওঠা পচা মাছ না থাকলেও পানিতে দুর্গন্ধ রয়ে গেছে। 

এলাকাবাসীর মতে, ঝিলের এই অংশের দুর্গন্ধ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পেছনের অংশ, বিয়াম স্কুল রোড, নিউ ইস্কাটন, বিজিএমইএ আগের ভবনের যেখানে ছিল এর পেছনের অংশজুড়ে দুর্গন্ধ আরও তীব্রভাবে পাওয়া যাচ্ছে। মূলত তেঁজগাও এফডিসি রেলগেটের পাশে উড়াল সড়ক র‍্যাম্পের জন্য সোনারগাঁও হোটেলের পেছনে কিছু অংশ মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এখানে বসানো হবে এলিভেটর এক্সপ্রেসওয়ের একটি পিলার। যে কারণে ঝিলের পানি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে ঝিলের পানি আরও দূষিত হতে থাকে। এছাড়া গত কয়েকদিন ধরে কয়েক দফায় বৃষ্টিতে বাইরে নোংরা পানি ঝিলের এই অংশ ঢুকে পড়ে। যে কারণে মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। পরে এগুলো পচে দুর্গন্ধ সৃষ্টি হয়। যদিও মাছগুলো তুলে পরিষ্কার করা হয়েছে। তবুও পানি পচে যাওয়ায় এখনও তীব্র দুর্গন্ধ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

কথা হয় এই এলাকার বাসিন্দা ফরিদ আহমেদের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, গত কয়েকদিন ধরে পচা মাছ ভেসে উঠছিল এখানে, শত শত তেলাপিয়া মাছ ঝিলের কিনারায় এসে পচে যাচ্ছিলো। যার কারণে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। কয়েকদিন ধরে এসব মাছ তুলে পরিষ্কার করে পাশেই মাটি চাপা দিয়ে যায় রাজউকের কর্মীরা। এরপর থেকে মরা পচা মাছ ভেসে না থাকলেও বদ্ধ পানির তীব্র দুর্গন্ধ রয়ে গেছে। পাশেই একটা স্কুল আছে। এলাকাবাসী এই দুর্গন্ধে অতিষ্ঠ। এই পানির দুর্গন্ধ যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমাতে উদ্যোগ না নেয়, তাহলে এদিকে বসবাস করাই কঠিন হয়ে যাচ্ছে।

ঝিলের এই অংশের ওপরেই রাস্তার পাশের একটি বাড়ির ম্যানেজার দুলাল মিয়া বলেন, কিছু দিন ধরে ঝিলের এই পানি থেকে তীব্র দুর্গন্ধ আসছে। এই দুর্গন্ধে বাসায় কেউ টিকতে পারছে না। এর মধ্যে হঠাৎ হাজার হাজার মাছ মরে পচে ভেসে উঠেছিল পানিতে। এতে করে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। গত কয়েক দিনে পরিচ্ছন্নতা কর্মীরা এসে মাছগুলো তুলে পরিষ্কার করলেও দুর্গন্ধ রয়ে গেছে। 

ঝিলের পানি থেকে পচা মাছ পরিষ্কারে অংশ নেওয়া রাজউকের হাতিরঝিল রক্ষাণাবেক্ষণের পরিচ্ছন্নতা সুপারভাইজার আমিনুল ইসলাম বলেন, হঠাৎ করে বৃষ্টির কারণে বাইরের নোংরা পানি ঝিলের এই অংশ ঢুকে পড়ে। এতে করে এখানে থাকা মাছগুলো মরে ভেসে ওঠে। পর আমাদের কর্মীরা এসব তুলে পরিষ্কার করেছে। এখন আর এখানে কোনো পচা মাছ নেই। আমরা তুলে সব পরিষ্কার করে ফেলেছি। তবে পানিতে এখনও কিছুটা দুর্গন্ধ আছে। এ বিষয়ে আমরা দ্রুত কাজ শুরু করব। 

এএসএস/কেএ

Link copied