দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক নিয়মে হচ্ছে : আনু মুহাম্মদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক নিয়মে হচ্ছে। মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে, দুর্নীতিই অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে একাত্তরের মুক্তিযোদ্ধা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
একাত্তরের মুক্তিযোদ্ধা বাংলাদেশের সভাপতি আবু হায়াত মো. কুদরতে খোদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ বাতেন,মুক্তিযোদ্ধা আবুল বাশার,রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।
ওএফএ/এসএসএইচ/