রাজশাহী সিটিতে ২৪শ মামলায় জরিমানা ৩১ লাখ

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষ্যে বিশেষ চেকপোস্টে প্রায় ২৪শ মামলায় ৩১ লাখ টাকা জরিমানা করেছে পুলিশ। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন উদ্যোগ নিয়েছে ইসি।
শনিবার (১৭ জুন) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
এদিকে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে এমন বিশেষ চেকপোস্ট বসানোর নির্দেশ দিয়েছিল আউয়াল কমিশন। সেসময় খুলনা সিটিতে চেকপোস্ট বসিয়ে মোটরযানের ওপর ৯০ লাখ টাকা জরিমানা করেছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি বরিশাল সিটিতেও একইভাবে ৩০ লাখ টাকার অধিক জরিমানা করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সিটি নির্বাচন উপলক্ষ্যে গত ২৩ মে থেকে ১৬ জুন (শুক্রবার) পর্যন্ত ২৪ দিন এ বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। সড়ক পরিবহন আইন -২০১৮ অনুযায়ী ২ হাজার ৪০১টি মামলার পাশাপাশি ৮৯৮টি মোটরযান জব্দ করা হয়। যার মাধ্যমে ৩০ লাখ ৯৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়। সবচেয়ে বেশি মামলা হয় অটোরিকশায় ১ হাজাত ৯৮৫টি মামলা হয়। এরপর মোটরসাইকেলে ৪১২টি মামলা দেওয়া হয়।
এসআর/এমএ