নীলক্ষেত আজিমপুরে যান চলাচল স্বাভাবিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে সহিংসতায় চারজন নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী হেফাজতে ইসলামের হরতাল চলছে। সকাল থেকে হরতালে ঢাকার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল অন্যদিনের চেয়ে কিছুটা কম থাকলেও মূলত নিরুত্তাপ হরতাল পালিত হচ্ছে।
রোববার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, চানখাঁরপুলসহ আশপাশের এলাকা ঘুরে দেখা যায় স্বাভাবিকভাবেই চলছে গণপরিবহন। এখন পর্যন্ত এসব এলাকায় হেফাজতে ইসলামের হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং দেখা যায়নি।
সকালের দিকে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গাড়ির সংখ্যা। হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জনগণের জানমালের নিরাপত্তায় বাড়তি সতর্কতা ও নাশকতা ঠেকাতে চারদিকে বাড়তি নজরদারি রাখা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।
কলাবাগানে দায়িত্ব পালন করছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক রতন। তিনি ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত এই এলাকায় কোনো প্রকার অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পাইনি। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা সতর্ক দৃষ্টি রাখছি। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।
আরএইচটি/এনএফ