তুলে নিয়ে টাকা আদায়, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় দুই বন্ধুকে তুলে নিয়ে টাকা আদায় করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জুন) রাতে থানার আছাদগঞ্জ শুঁটকি পট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোহাম্মদ আলীর ছেলে মো. রমজান (২৬) ও ফরিদপুর সালথা উপজেলার মো. সিরাজের ছেলে হৃদয় হোসেন (১৯)।
পুলিশ জানায়, গত ১৬ জুন মো. রাকিব ও তার বন্ধু মো. ইয়াছিন নতুন ব্রিজ এলাকায় যাওয়ার পথে অভিযুক্তরা তাদের তুলে নেয়। এরপর দুজনকে আসাদগঞ্জ শুঁটকি পট্টির পাশে হোটেল কর্ণফুলী বিল্ডিংয়ের পেছনে পরিত্যক্ত গুদামের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে আটকে রেখে টাকা এবং মোবাইল নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় গত ১৭ জুন ভুক্তভোগী রাকিব বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ১০টি মোবাইল ও একটি টিপ ছোরা জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (রোববার) দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমআর/এসকেডি