বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাজ্য
দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথা যুক্তরাজ্যকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। অন্যদিকে লন্ডনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন অব্যাহত রাখবে তারা।
সোমবার (১৯ জুন) লন্ডনে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রী অ্যান-ম্যারি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসময় দুই প্রতিমন্ত্রী এ বিষয়ে আলোচনা করেন।
মে মাসে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আকাশ যোগাযোগ খাতে সম্পাদিত ট্রেড ও বিনিয়োগ চুক্তি সইয়ের বিষয়ে সন্তোষ জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী।
উভয়পক্ষ কমনওয়েলথ বিশেষ করে, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে তাদের মতামত বিনিময় করেন। পাশাপাশি আশা প্রকাশ করেন যে, চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম সফল হবে।
শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টির বাইরে না যায়। ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাযথ মনোযোগ দেওয়া উচিত।
বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।
এনআই/কেএ