‘রোহিঙ্গাদের চোখে জীবন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ‘রোহিঙ্গাদের চোখে জীবন’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছে।
মঙ্গলবার (২০ জুন) মুক্তিযুদ্ধ জাদুঘরে উদ্বোধন করা প্রদর্শনীটি চলবে আগামী তিন সপ্তাহ।

প্রদর্শনীটিতে ১৯ রোহিঙ্গা শরণার্থী ফটোগ্রাফারের লেন্সের মাধ্যমে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরের জীবনকে আরও কাছ থেকে দেখার সুযোগ করে দিচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ থেকে নেওয়া ১০টি ছবিতে ১৯৭১ সালে শরণার্থী হতে বাধ্য হওয়া বাংলাদেশিদের পরিস্থিতির দালিলিক প্রমাণের সঙ্গে এ প্রদর্শনীটি বর্তমানে রোহিঙ্গাদের এবং অর্ধ শতাব্দী আগের বাংলাদেশিদের জীবনের মধ্যে সহমর্মিতার এক সামঞ্জস্য তুলে ধরা হয়।
বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, এ ছবিগুলো শরণার্থীদের দৃঢ়তা ও তাদের ভবিষ্যৎ জীবনের জন্য আশার প্রমাণ। আমরা আশা করি, এ প্রদর্শনী শুধুমাত্র রোহিঙ্গাদের সঙ্কটই নয়, তাদের অটল সাহস এবং সংকটের সমাধানের জরুরি প্রয়োজনের ওপর আলোকপাত করবে। তাদের প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে টেকসই রাজনৈতিক ও আর্থিক সহায়তা। শরণার্থীদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই দ্রুত প্রয়োজনীয় তহবিল বাড়াতে হবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের বলেন, এ প্রদর্শনীতে ইউএনএইচসিআর-এর সঙ্গে সহযোগিতা করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এটি মানুষকে শরণার্থীদের কাছ থেকে শরণার্থীদের জীবন সম্পর্কে জানার সুযোগ দিচ্ছে।
প্রদর্শনীটি ১০ জুলাই পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের টেম্পোরারি এক্সিবিশন হলে চলবে।
এনআই/এফকে