যাত্রাবাড়ীতে নগর পরিবহনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় নগর পরিবহন বাসের ধাক্কায় আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার করে নিয়ে আসা আনসার সদস্য মুস্তাক আহমেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় নগর পরিবহনের একটি বাসের ধাক্কায় আলাউদ্দিন নামে এই ব্যক্তি গুরুতর আহত হন। পরে পুলিশ ও আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাস জব্দ করেছে পুলিশ।
তিনি বলেন, তার বাড়ি বরিশালের কাজিরহাট থানার নলবনিয়া গ্রামে। তিনি ওই এলাকার কালাই উদ্দিনের ছেলে।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ/