যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় মো. জুম্মন মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আকাশ (২৫) এবং সুমন (৩৫) নামে আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (২১ জুন) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে জুম্মন মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন নাসিরন বেগম জানান, রাতে মাতুয়াইল মসজিদ বাজারের মেইন রোডে একটি ব্রিজের রেলিংয়ে তারা কয়েক বন্ধু বসেছিলেন। এমন সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে জুম্মনসহ তার আরও দুই বন্ধু আহত হন।
নাসিরন বেগম জানান তাদের বাবার নাম নাসু মিয়া।
দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক পালিয়ে যান বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এনএফ