পাঁচ মোটরসাইকেলসহ ২ চোর গ্রেপ্তার

রাজধানীর গেন্ডারিয়া ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকা থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।
গ্রেপ্তাররা হলেন- মো. রাব্বি ও মো. লিটন ফকির ওরফে আব্দুল লতিফ।
রোববার (২৫ জুন) ডিবি ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত শনিবার (২৪ জুন) বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন তথ্য পায়, একজন মোটরসাইকেল চোর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. রাব্বিকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বটতলা এলাকা থেকে মোটরসাইকেল চোর লিটন ফকিরকে চারটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। যার কোনো বৈধ কাগজ সে দেখাতে পারেনি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
উদ্ধার করা মোটরসাইকেলের বর্ণনা
একটি কালো-নীল রঙের নাম্বার প্লেটবিহীন ১৫০ সিসির পালসার মোটরসাইকেল, নাম্বার প্লেটবিহীন একটি লাল রঙের মাহিন্দ্রা ১০০ সিসির মোটরসাইকেল, নাম্বার প্লেটবিহীন একটি কালো রঙের ১৫০ সিসির ডিসকভার মোটরসাইকেল, নাম্বার প্লেটবিহীন একটি বাজাজ নীল রঙের প্লাটিনা মোটরসাইকেল ও লাল রঙের নাম্বার প্লেটবিহীন একটি রানার মোটরসাইকেল।
এমএসি/জেডএস