চবির শাটল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় লেভেলক্রসিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (২৫ জুন) বিকেলে থানার অক্সিজেন থেকে ২ নম্বর গেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
তিনি বলেন, বিকেলে অক্সিজেন এলাকা থেকে চবির শাটল ট্রেনের ধাক্কায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমআর/জেডএস