পুলিশকে ছিনতাইকারীদের নাম জানানোয় যুবককে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে সোহাগ (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে সাগর ও মিরাজ নামে দুই ছিনতাইকারী।
সোমবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডে এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত সোহাগ বলেন, আমার বড় বোন পারভীন আক্তারের তরুণী টেইলার্স নামে একটি টেইলার্স আছে। আমি ওই টেইলার্সের কাটিং মাস্টার। আমি সাগর নামে এক ছেলের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছিলাম। কিন্তু আমি জানতাম না যে সেটি চোরাই মোবাইল। পরে মোহাম্মদপুর থানা থেকে এসআই তারেক জাহান ও জুয়েল নামে দুজন পুলিশ এসে আমার কাছে বিষয়টি জানান। তখন আমি তাদের দুই ছিনতাইকারী সাগর ও মিরাজের নাম বলি। আমি জানাই মোবাইলটি আমি তাদের কাছ থেকে কিনেছি। তখন আমার কাছে থাকা মোবাইলটি পুলিশকে দিয়ে দেই।
তিনি বলেন, তারা ছিনতাইকারীদের কোথায় পাওয়া যাবে বলে আমার কাছে জানতে চান। তখন আমি বলি যদি ছিনতাইকারীদের দেখিয়ে দেই তাহলে আমার সমস্যা হতে পারে। তারা আমাকে বলেন কোনো সমস্যা নেই তুমি দেখিয়ে দাও। এটি দুই দিন আগের ঘটনা। পরে আমি পুলিশকে দুই ছিনতাইকারী সাগর ও মিরাজের নাম বলে দেই। পরে আজ (সোমবার) দুপুরে তারা গরু জবাই দেওয়ার দুটি ছুরি নিয়ে এসে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
ঘটনার সময় উপস্থিত থাকা রাব্বি নামের এক যুবক বলেন, সাগর ও মিরাজ নামে দু’জন ছুরি নিয়ে তরুণী টেইলার্সের সামনে ঘোরাঘুরি করছিল। হঠাৎ টেইলার্সের ভেতরে ঢুকে সোহাগ ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে তারা চলে যায়। মিরাজের তাজমহল রোডে একটি কসমেটিক্সের দোকান আছে। তবে সাগর কী করে সেটা আমি জানি না।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। দু’দিন আগে এই সংক্রান্ত একটি মামলা হয়েছিল। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কারা কুপিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখছি। ঢাকা মেডিকেলে আহত ওই যুবকের চিকিৎসা চলছে।
তিনি বলেন, আহত যুবক একটি চোরাই মোবাইল কিনেছিল। যার কাছ থেকে মোবাইলটি কিনেছিল তার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। আরও যাচাই-বাছাই করার পর বিস্তারিত জানা যাবে।
এসএএ/কেএ