মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার রাত বারোটা ১২ মিনিটে শাহজাহান রোডের একটি ১১তলা ভবনের ৫তলায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে দুটি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও দুটি ইউনিট বাড়িয়ে এখন ৪টি ইউনিট কাজ করছে। রাত ১টা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা পোস্টকে জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে একটি ভবনে আগুনের সংবাদ পাওয়া যায়। এর ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন ৪টি ইউনিট কাজ করছে।
এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ জানা যায়নি।
এআর/এমএ