টার্মিনালে সক্রিয় ভিজিলেন্স টিম

ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগ কমাতে এইবার নতুন উদ্যোগের দেখা মিলেছে। ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর আয়োজনে কাজ করছে ভিজিলেন্স টিম।
ঈদুল আযহা ২০২৩ উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে বিআরটিএ, পুলিশ, সিটি কর্পোরেশন, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে কাজ করছে ভিজিলেন্স টিম।
রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল এই টিম কাজ করছে। ২৫ জুন ২০২৩ থেকে ০৩ জুলাই ২০২৩ পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রতিদিন সকাল আটটা থেকে রাত ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত ০২) বিকাশ বর্মণের নেতৃত্বে ২৭ জুন বিকেলে মহাখালী বাস টার্মিনালে এই কার্যক্রম পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেইদিকে লক্ষ্য রাখা। তার পাশাপাশি কোনো পরিবহন যে অতিরিক্ত ভাড়া যাতে কেউ আদায় করতে না পারে সেই বিষয়ে নজর রাখা এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী যাতে বহন করতে না পারে সেই বিষয়ে আমরা কাজ করছি।
মহাখালী বাস টার্মিনালে ঘুরে যাত্রীদের কথা বলে জানা যায়, ঢাকা থেকে সিলেট, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনাগামী বাসগুলো নির্ধারিত ভাড়ায় আদায় করছে।
একাধিক যাত্রী বলছেন, এইভাবে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম কাজ করলে পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর এই উদ্যোগকে তারা সাধুবাদ জানায় এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানায়।
