ঢাকা ফেরা যাত্রীর চাপ কম গাবতলীতে

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ জুলাই ২০২৩, ১০:২৮ এএম


ঢাকা ফেরা যাত্রীর চাপ কম গাবতলীতে

ঈদের ছুটির পর খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস। তবে ঈদ উপলক্ষ্যে যাত্রীরা যেভাবে ঢাকা ছেড়েছেন, সেভাবে রাজধানীতে ঢোকার চিত্র দেখা যাচ্ছে না গাবতলীতে (সকালের চিত্র)। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নাড়ির টানে বাড়িতে যাওয়া বেশিরভাগ যাত্রীই পরিবারের সদস্যদের না নিয়েই ঢাকায় ফিরছেন। এজন্য এ টার্মিনালে এখন পর্যন্ত ঢাকামুখী যাত্রীর চাপ নেই।

রোববার (২ জুলাই) সকালে রাজধানীর ব্যস্ততম বাস টার্মিনাল গাবতলী ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, যারা ঢাকায় ফিরছেন তাদের বেশিরভাগই চাকরিজীবী। অনেকে আবার পরিবার নিয়েও ফিরছেন। তবে দুপুরের পর চিত্র পাল্টে যেতে পারে। 

রাজশাহীগামী বাস টার্মিনালের কর্মচারী খোরশেদ ঢাকা পোস্টকে বলেন, এখনও মানুষ বাড়ি ফিরছে। সেটা তুলনামূলক অনেক কম। দেখা যাচ্ছে অনেক গাড়ি ৮ থেকে ১০ জন যাত্রী নিয়েই ঢাকা ছাড়ছে। তবে বাইরে থেকে যেসব গাড়ি আসছে সেগুলো পরিপূর্ণ হয়েই আসছে। এখনও যাত্রীর চাপ নেই। তবে বেলা বাড়ার সঙ্গে যাত্রী চাপ বাড়তে পারে।

তিনি বলেন, গতকাল পর্যন্ত আমাদের বাসগুলো সিট ফাঁকা রেখে ঢাকায় ঢুকছে। যা অন্যান্য ঈদের পর সচরাচর দেখা যায় না। আজ সকাল থেকে যেসব গাড়ি গাবতলী এসেছে, সেসব গাড়ি যাত্রীতে পরিপূর্ণ ছিল। আশা করছি, আজ বেলা বাড়ার সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। 

dhakapost

সিএনজিচালিত অটোরিকশা চালক রহমত ঢাকা পোস্টকে বলেন, আধা ঘণ্টা ধরে যাত্রীর আশায় বসে আছি, কিন্তু যাত্রী পাচ্ছি না। যেসব যাত্রী আসছে, তারা বেশিরভাগই বাসে যাচ্ছে। অন্যান্যবারের মতো এবার এখনও যাত্রী চাপ নেই। মানুষ বাড়ি থেকে ফিরছে কম।  

মেহেরপুর থেকে আসা রাশেদ নামের এক যাত্রী বলেন, পরিবারের সঙ্গে ঈদ শেষ করে আসলাম। বৃষ্টিময় আবহাওয়ায় খুব স্বস্তিতে কেটেছে এবারের ঈদ। তাছাড়া যাওয়ার দিন ঢাকার অংশে কিছু যানজট থাকলেও আজ আসার দিন রাস্তা একদম খালি ছিল। ঘাটেও কোনো যানজট ছিল না। সরাসরি ফেরিতে উঠেছি। বাস থেকে নেমে দেখি গাবতলীও যানজটমুক্ত। এর আগে কখনও এরকম যানজটমুক্ত ঈদযাত্রা হয়নি বলে জানান তিনি। 

গাবতলীর পূর্বাশা বাসের কাউন্টার ম্যানেজার মতিন বলেন, পদ্মাসেতু হওয়ায় আমাদের এই রুটের যাত্রী কমেছে অনেক। এখন বেশিরভাগ মানুষই ঘাটের যানজট থেকে রেহাই পেতে পদ্মাসেতু হয়ে বাড়ি ফিরেছে। যার ফলে ঘাটে এখন আর আগের মতো যানজট থাকে না।

তিনি বলেন, এখনও কিছু কিছু মানুষ বাড়ি যাচ্ছে। তবে সে সংখ্যা খুবই কম। আমাদের বেশিরভাগ বাসই ১০ থেকে ২০ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে। তবে আজ সকালে যেই গাড়িগুলো ঢাকায় এসেছে, সেগুলোর কোনো সিট খালি ছিল না। আজকে সকালে ঢাকা ফেরত যাত্রীদের চাপ না থাকলেও দুপুর থেকে বাড়তে পারে। 

এসআর/জেডএস

Link copied