বিএফডিসিতে চেয়ারম্যান, নভো থিয়েটারসহ দুই সংস্থায় নতুন ডিজি

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) নতুন চেয়ারম্যান, ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এবং বঙ্গবন্ধু নভো থিয়েটারে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর মধ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জিনাত আরাকে ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক (ডিজি) এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়াকে বঙ্গবন্ধু নভো থিয়েটারের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক উত্তম কুমার দাশকে একই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোশাররফ হোসেনকে সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রামের ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর করা হয়েছে।
এসএইচআর/এনএফ