ওসিএ সভায় যোগ দিতে থাইল্যান্ডে গেলেন সেনাপ্রধান

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই ২০২৩, ০৪:৩২ পিএম


ওসিএ সভায় যোগ দিতে থাইল্যান্ডে গেলেন সেনাপ্রধান

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সভায় যোগ দেবেন তিনি। 

শুক্রবার (৭ জুলা ) সরকারি সফরে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে শনিবার (৮ জুলাই) তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে ওসিএর ৪২তম সাধারণ সভায় যোগদান করবেন।

উল্লেখ্য, সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি ওসিএর এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দেবেন। সেখানে বিভিন্ন দেশের অতিথিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ জুলাই বাংলাদেশে পোঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

এমএসি/কেএ

Link copied