মতিঝিলে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটো রিকশা যাত্রী নিহত

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

১০ জুলাই ২০২৩, ০৪:৫৮ পিএম


মতিঝিলে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটো রিকশা যাত্রী নিহত

রাজধানীর মতিঝিলে এজিবি কলোনিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী মো. হিরন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) ভোর বেলায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানা উপ-পরিদর্শক (এসআই) অনিল চন্দ্র রায় বলেন, ভোরবেলা মতিঝিলের এজিবি কলোনির ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায় একটি কাভার্ড ভ‍্যানের ধাক্কায় অটো রিকশায় থাকা যাত্রী মো. হিরন নামে ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন এলাকায়।

তিনি আরও বলেন, ঘটনার পর কাভার্ড ভ‍্যানটি পালিয়ে যায়। আমরা আশপাশের সিসি ফুটেজ দেখে কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা করছি। 

এসএএ/এমএ

Link copied