চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ইয়াবা ব্যবসায়ীদের গুলি

রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে মো. আরব আলী (৪০) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় রঙমিস্ত্রি রফিকুল ইসলাম (৩৪) নামে আরেকজনকে পিটিয়ে ও পিস্তলের বাট দিয়ে মেরে গুরুতর আহত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দুপুর আড়াইটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ঢামেকে তাদের চিকিৎসা চলছে। আরব আলীর পায়ের গুলি বের হয়ে যাওয়ায় তাকে চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ আরব আলী ঢাকা পোস্টকে বলেন, ‘পালু সুজন ও যুবরাজ এরা সবাই ইয়াবা ব্যবসা করেন। আমি ঠিকাদার মানুষ, আমার কাছে প্রায়ই মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমি বাসা থেকে বের হলেই পালু আমাকে পিস্তল দিয়ে আমার ডান পায়ের উরুতে গুলি করে। পরে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে স্বজনরা। এক্স-রে করে দেখা যায়, গুলি গোশত ভেদ করে বের হয়ে গেছে। আমরা কি এদের জন্য ঠিকমতো ব্যবসাও করতে পারব না?’
আহত রঙমিস্ত্রি রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘আমি পেশায় রংমিস্ত্রি। আমার সঙ্গে কোনো লেনদেন বা ঝামেলা নেই। আরব আলী ভাই আমার এলাকার বড় ভাই। সুজন, দুলাল, মিন্টু, যুবরাজ ও সাবু আমাকে ইয়াবা বেচতে বলে, আমি না বেচায় আজকে আমাকে ওরা বাসায় ঢুকে কাঠ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। তাদের তিন জনের হাতে তিনটি পিস্তল ছিল। পিস্তলের বাট দিয়ে আমার মাথায় আঘাত করে। আমার শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে।’
আরব আলী ও রফিকুল ইসলাম পশ্চিম মাটিকাটা এলাকায় থাকেন। আরব আলীর বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানায়।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আমান বলেন, ‘রোগীর কী অবস্থা সেটি দেখার জন্য আমি ঢাকা মেডিকেলে এসেছি। কয়েকজন সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী তাকে গুলি করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে সিনিয়ররা সবাই উপস্থিত আছেন। এ ঘটনায় তদন্ত চলছে, এখনই কিছু বলা যাচ্ছে না।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ‘ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে একজন গুলিবিদ্ধ ও একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। ক্যান্টনমেন্ট থানাকে বিষয়টি আমরা জানিয়েছিলাম।’
এফআর