বার্ন ইনস্টিটিউটের ফুটপাতে পড়েছিল নবজাতকের মরদেহ

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

১৩ জুলাই ২০২৩, ১২:২০ পিএম


বার্ন ইনস্টিটিউটের ফুটপাতে পড়েছিল নবজাতকের মরদেহ

রাজধানীর শাহবাগ থানার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ফুটপাত থেকে একদিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর রাতের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শামীম জানান, সংবাদ পেয়ে আমরা বার্ন ইনস্টিটিউটের ফুটপাথ থেকে ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মেয়ে নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে। রাতে যেকোনো সময় কেউ হয়ত ওই নবজাতককে ফুটপাতে ফেলে গেছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেল সেটি জানার চেষ্টা করছে পুলিশ।

এসএএ/এমজে

Link copied