ডেঙ্গুর বিস্তার রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি

ডেঙ্গুর বিস্তার রোধে অবিলম্বে সারাদেশে জরুরি অবস্থা ঘোষণার দাবি করেছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। একই সঙ্গে বিনামূল্যে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ডা হারুন অর রশিদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন(টাফ) নেতা দেলোয়ার হোসেন ও বিপ্লবী কমিউনিস্ট লীগ ঢাকার সংগঠক ইকবাল কবির। সমাবেশ পরিচালনা করেন ডা. জয়দ্বীপ ভট্টাচার্য।
সমাবেশে ফয়জুল হাকিম বলেন, ঢাকায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করার জন্য দায়ী উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ। যে সময় ডেঙ্গু বিস্তার প্রতিরোধে এডিসের লার্ভা ধ্বংস করা দরকার সে সময় তারা সে কাজ না করার ফলে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই দায়িত্বহীনতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে প্রধানমন্ত্রী জনগণকে সবক দিয়েছেন।
ফয়জুল হাকিম আরও বলেন, দেশে জনগণের সম্মতিতে, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের কাছে জবাবদিহিতে বাধ্য সরকার গঠিত না হওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটে চলেছে।
হারুন অর রশিদ অবিলম্বে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে জনগণকে রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি বলেন, জনগণের বর্তমান দুর্দশার দায় সরকারকে নিতে হবে। বিনামূল্যে ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা দিতে হবে।
ডা. জয়দ্বীপ ভট্টাচার্য বলেন,এ বছর রাজধানীতে সবাই ডেঙ্গুর ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৮টি ওয়ার্ড এলাকা ঝুঁকি সীমা অতিক্রম করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী যেভাবে প্রতিবছর বিজ্ঞানসম্মতভাবে লার্ভা ধ্বংসের কথা সেভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন কাজ করেনি। এ জন্য বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমএসআই/এসকেডি