আশফাকুর রহমান খানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সংগঠক, শব্দসৈনিক, বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আশফাকুর রহমান খানের (৮১) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শুক্রবার (১৪ জুলাই) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান আজ (শুক্রবার) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
এমএম/কেএ