কালবৈশাখীর আঘাতের শঙ্কায় নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের একাধিক স্থানে মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। সঙ্গে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে দেশের বিভিন্ন এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুধবার (৩১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, দেশের একাধিক অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতে যশোর, কুষ্টিয়া ও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির হতে পারে।
এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ১২ ঘণ্টায় সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭৮ মিলিমিটার।
আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রায় বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে। গত ১২ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৬ সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরে বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৭ শতাংশ। বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে আর সূর্যোদয় ৫টা ৫২ মিনিটে।
একে/ওএফ