হাটহাজারীর ভূমি অফিসে হামলার ঘটনায় দুই মামলা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন ভূমি অফিসে ভাঙচুর, আগুন ও ভূমি কর্মকর্তার গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। হাটহাজারী থানায় করা মামলা দুটিতে ২০০ থেকে ২৫০ জন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে দুটি মামলা দায়ের কথা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা।
সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির একরামুল হক শিকদার ও সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আক্তার কামাল চৌধুরী মামলা দুটি দায়ের করেছেন বলে জানান তিনি।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতাকে কেন্দ্র করে হেফাজতকর্মীরা হাটহাজারী ভূমি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এছাড়া খাজনা ও খতিয়ান বইসহ গুরুত্বপূর্ণ সরকারি দলিল-দস্তাবেজ তছনছ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় এসিল্যান্ডের গাড়ি। এই ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

এছাড়া একই দিনে থানায় হামলা চালায় হেফাজত সমর্থক মাদরাসা শিক্ষার্থীরা। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে চারজন নিহত হন। এরপর দেশব্যাপী হরতাল পালন করে হেফাজতে ইসলাম।
কেএম/ওএফ