বংশালে বিদ্যুৎস্পৃষ্টে প্রিন্টার কারখানার কর্মচারীর মৃত্যু

রাজধানীর বংশাল থানার আলাউদ্দিন রোডে একটি প্রিন্টার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসান (৩০) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
হাসানকে উদ্ধার করে নিয়ে আসা মামা মনসুর বলেন, ভোর রাতে বংশাল থানার আলাউদ্দিন রোডে একটি প্রিন্টার কারখানায় কাজ করছিল হাসান। কাজ করার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত হাসান বংশাল এলাকায় থাকতো। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা এলাকায়। তার বাবার নাম ফারুক হাওলাদার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বংশাল থানাকে জানিয়েছি।
এসএএ/এমজে