রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে সবুজবাগের নন্দীপাড়া এলাকায় মিনহাজ বিল্ডিংয়ের পাশে একটি নির্মাণাধীন ভবনের রড কাটিং করছিলেন রাশেদুল। অসাবধানবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাশেদুল ইসলাম বর্তমানে সবুজবাগে নন্দীপাড়া এলাকায় থাকতেন। তিনি পেশায় রড মিস্ত্রি। গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর জেলায়। বাবার নাম মকবুল হোসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল নামের একজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়েছে।
জেডএস