যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল আলম ওরফে হোছাইয়াকে (৭০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত মঙ্গলবার (১৮ জুলাই) নগরের ডবলমুরিং থানা বেপারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল আলম ফটিকছড়ি উপজেলার ফতেহপুর এলাকার মৃত আব্দুল গণির ছেলে।
বৃহস্পতিবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৯৮৯ সালে ফটিকছড়ি উপজেলার ফতেহাবাদ এলাকায় রাস্তা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার একপর্যায়ে নুরুল আলমের পক্ষের এক ব্যক্তি ভুক্তভোগীকে রামদা দিয়ে কোপ দেয়। এতে ভুক্তভোগীর গলা কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ভুক্তভোগী মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৪ সালের ১৯ মে মামলাটিতে আসামি নুরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। ওই সময় আসামি পলাতক ছিলেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল আলমকে গ্রেপ্তারে চেষ্টা করে র্যাব। একপর্যায়ে মঙ্গলবার নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/জেডএস