সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সেতু বিভাগের সহকারী সচিব (প্রশাসন) খান শাহানুর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে এই আদেশে করোনার কারণে পরীক্ষা স্থগিতের বিষয়টি উল্লেখ না করে বলা হয়েছে অনিবার্য কারণের কথা। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
৩ এপ্রিল রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। এ বছরের ২১ ফেব্রুয়ারি সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। এতে বলা হয়, কম্পিউটার অপারেটর পদে পাঁচটি, ক্যাশ সরকার পদে একটি এবং অফিস সহায়ক পদে একটি শূন্য পদ ঘোষণা করেছে সেতু বিভাগ।
এদিকে সম্প্রতি দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। একদিনে মৃত্যুর হিসাবে গত সাত মাসে এটিই সর্বোচ্চ প্রাণহানি। এর আগে, গত বছরের ২৬ আগস্ট করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৫৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ১১ হাজার ২৯৫ জনে। এটিই করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে, এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল দুদিন আগে গত ২৯ মার্চ। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ হাজার ১৮১ জন। বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এমএসি/এইচকে